মোঃ সিরাজুল ইসলাম ধামরাই ( ঢাকা) প্রতিনিধি!! ঢাকার ধামরাইয়ে কুল্লা ইউনিয়নের মামুরা সহ সাতটি গ্রামের সংখ্যালঘুদের বাড়ি সহ কৃষি জমি দখলের অভিযোগ এনে, অবৈধ আকসির নগরের বিরুদ্ধে। বার বার মানববন্ধন করে ও প্রশাসনিক কোনো সহোযোগিতা পাচ্ছে না ভুক্তভোগী সহ এলাকাবাসী। এনিয়ে শুক্রবার সকাল ১১ টার সময় মোঃ বদরুল সরদার ও মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে মাখুলিয়া সেলুঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়
উক্ত মানববন্ধনে মরণ চন্দ্র রায় এর সভাপতিত্বে কৃষি জমি ধ্বংস এবং কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হামলা ও নির্যাতনের প্রতিবাদে আরও বক্তব্য রাখেন কুল্লা ইউনিয়ন কৃষক ঐক্য সংগঠনের কৃষক মরণ চন্দ্র রায়। ইউপি মেম্বার পলান আলী , মনির হোসেন
আফসান আলী, এরশাদ আলী, জেসমিন সরদার, মুনসুর আলম, ভোজন রায়, সহ আরও অনেকে।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন,
অবৈধ আকসির নগরে কৃষকদের জমির ওপর বালু ফেলতে বাধা দিতে গেলে আকসির নগরের কিছু সন্ত্রাসী ভারাটে লোকজন দিয়ে মারধর করেন হামলা- মামলা দিয়ে হয়রানি করেন।
তারা আরও বলেন অতিবিলম্বে তাদের গ্রেফতার ও শাস্তি দাবি করছি। এবং আকসির নগরে দখলকৃত বসতবাড়ি সহ ফসলী জমি ফিরিয়ে দেওয়ার আহবান করেন।