মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
ঢাকার ধামরাইয়ে অবৈধ আকসির নগরের বিরুদ্ধে কুল্লা ইউনিয়নের মামুরা সহ সাতটি গ্রামের সংখ্যালঘুদের বাড়ি সহ কৃষি জমি দখল ও অবৈধভাবে বেড়িবাঁধ দেওয়ায় পানি নিস্কাশন না হওয়ায় কৃষি জমিতে ফসল উৎপাদন করতে না পেরে অবৈধ আকসির নগরের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী সহ এলাকাবাসী।
এনিয়ে ১১নভেম্বর শুক্রবার সকাল ১১ টার সময় কুল্লা ইউনিয়নের সিতি বাজারে মোঃ দানেজ আলীর সভাপতিত্বে এবং মোঃ বদরুল সরদার এর নেতৃত্বে কৃষি জমি ধ্বংস এবং কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হামলা ও নির্যাতনের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় আরও বক্তব্য রাখেন এস এম নজরুল ইসলাম, মুনসুর আলম,সাদেকুল ইসলাম, মনির হোসেন,জেসমিন সরদার, চায়না রাণী,মহেলা বেগম, ভান্ধু মালো,
চিত্তরঞ্জন সরকার, হজরত আলী, সহ আরও অনেকে।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের কৃষকদের জমি অবৈধ আকসির নগর জোর পূর্বক বালু ফেলে ভরাট করে নিয়েছে আমরা জমি ফেরত চাইলে আকসির নগরের কিছু সন্ত্রাসী ভারাটে লোকজন দিয়ে মারধর করেন হামলা- মামলা দিয়ে হয়রানি করেন। আমরা জমিতে ফসল উৎপাদন করতে পারি না। চারপাশে বেড়িবাঁধ দেওয়ায় একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে আমরা খুব অভাবে দিনযাপন করছি। ইতি মধ্যে উপজেলা প্রশাসন থেকে প্রায় শতাধিক লোকের জমি তদন্ত করে দেখেছেন এবং ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। এবং আমরা আশাবাদী সুষ্ঠ তদন্তের মাধ্যমে আমরা আমাদের কৃষি জমি ফেরত পাব। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন এই অবৈধ আকসির নগর বন্ধ চাই। এবং কৃষি জমিতে ফসল উৎপাদন করতে কৃষি জমি ফেরত চাই