ধামরাইয়ে রফিকরাজু ক্যাডেট একাডেমি স্কুলের শিক্ষার্থীদের ক্লাস পার্টি অনুষ্ঠিত।

0
27

মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
ঢাকার ধামরাইয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহি রফিক রাজু ক্যাডেট একাডেমি ধামরাই শাখা স্কুলে প্রতি বছরের ন্যায় (২০২৩) এবারও শিক্ষার্থীদের মা সমাবেশ ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়।

সোমবার বেলা ১১টা থেকে সারা দিনব্যাপী নানা আয়োজনে এই ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়। এসময় রফিক রাজু ক্যাডেট একাডেমি স্কুলের পরিচালক মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিক রাজু ক্যাডেট একাডেমি স্কুলের প্রতিষ্ঠাতা চেয়াম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক।

তিনি বলেন রফিক রাজু ক্যাডেট একাডেমি স্কুল অত্যন্ত সুনামের সাথে সারাদেশে শিক্ষা পাট দিয়ে আসছে। সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে মানসিক ও শারীরিক উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড অপরিহার্য। বিনোদনের মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান চর্চা করবে। শিক্ষাকে যেন তারা বোঝা না মনে করে। তিনি আরও বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। মানবিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশ বিদেশে জ্ঞান চর্চায় ছড়িয়ে পড়বে। উন্নত ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়তে যা যা প্রয়োজন রফিক রাজু শিক্ষা পরিবার সব করবে ইনশাআল্লাহ।

এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রফিক রাজু ক্যাডেট একাডেমি স্কুলের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মোঃ শরীফ হোসেন তালুকদার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম গার্নেল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোবারক হোসেন কামাল, পৌর যুবলীগের সহ সভাপতি মোঃ আলী খান, পৌর সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান রঞ্জু সহ রফিক রাজু ক্যাডেট স্কুলের সকল শিক্ষক, শিক্ষীকা কর্মচারী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সূচনায় কেক কাটা, মনোজ্ঞ সাংস্কৃতিক, নাটিকা, কবিতা আবৃত্তি সহ সকল শিক্ষার্থীদের অংশ গ্রহণে জমকালো নানা আয়োজনে অনুষ্ঠান সম্পন্ন হয়।