মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার) ঢাকার ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এর আয়োজনে হাজার বছরের শ্রেষ্ট বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর (৪৮ তম) শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ধামরাই সিটি সেন্টার প্রাঙ্গনে ২৪ আগস্ট সকাল ১১ টার সময় আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা (২০) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা। ধামরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মশিউর রহমান জানু, উপজেলার সকল মুক্তিযোদ্ধাগন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।