মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার) ঢাকার ধামরাইয়ে স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠন মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুরুজ্জামান ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময় উপজেলার সানোড়া ইউনিয়নের ভালুম একতা সংঘ ক্লাব মাঠে আমেনা নুর ফাউন্ডেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর-উজ- জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১৬ টিমের খেলার শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নুর-উজ- জামানের সুযোগ্য পুত্র আন্তর্জাতিক বিশিষ্ট ব্যবসায়ী আমেনা নুর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক “সিআইপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল জামান।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন বেরস সবুজ সংঘ ফুটবল একাদশ (বনাম) সূর্য সেনা ফুটবল একাদশ।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে সানোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত টুর্নামেন্টের উদ্বোধক আমেনা নুর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আল জামান (সিআইপি)
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ মিয়া,ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ মুকুল, ধামরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ খাইরুল ইসলাম,ঢাকা জেলা পরিষদের সদস্য ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, ধামরাই পৌর যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান,ধামরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ জাকারিয়া দীপু, ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্র লীগের সাবেক ভিপি হাবিবুর রহমান হাবিব, কুশুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জাহিদুর রহমান জাহিদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকা থেকে আসা খেলা প্রেমীরা উপস্থিত ছিলেন।