ধামরাইয়ে বাস চাপায় সরকারী কলেজের শিক্ষক নিহত।

0
68

 

মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
ঢাকার ধামরাইয়ে বাস চাপায় পুলক কৃষ্ণ মজুমদার (৫০) নামের এক সরকারী কলেজের শিক্ষক নিহত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকেলের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানা স্ট্যান্ডে ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক পুলক কৃষ্ণ মজুমদার(৫০) বর্তমানে ধামরাই বাজারপাড়া রাধাকান্তের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার কেশব লাল মজুমদারের সন্তান। নিহতের শ্যালক আশিষ সরকার জানায়, শুক্রবার বিকেলে ধামরাইয়ের ধানকোড়ায় শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানা স্ট্যান্ডে ফুটওভার ব্রিজের নিচে আরিচাগামী লেন থেকে ঢাকাগামী লেনে রাস্তা পার হওয়ার সময় নীলাচল পরিবহন নামে একটি বাসের চাপায় তার ভগ্নিপতি ঘটনাস্থলে বাস চাপায় নিহত হয়। তার ভগ্নিপতি ফরিদপুরের সদরপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষতা করতেন।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, এঘটনায় নীলাচল পরিবহনের গাড়িটি সনাক্ত করা হয়েছে। ওই গাড়িরটি আটকের জন্য নীলাচল পরিবহনের অন্য আরেকটি বাস গাড়ী আটক করা হয়েছে। নিহতের আত্মীয়রা থানায় এসেছে তাদের সাথে কথা বলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।