মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার) ঢাকার ধামরাইয়ে রাস্তার পাশ থেকে বস্তাবন্দিবস্তায় রবিউল ইসলাম (৩০) নামে এক তরুণকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। কর্মতব্যরত চিকিৎসকরা তাকে বাঁচানোর জন্য সবধরণের চিকিৎসাসেবা প্রদান করে।
নিহত রবিউল ইসলাম আশুলিয়া থানার নিচিন্তপুর এলাকার মোঃ আলতাফ হোসেনের ছেলে।
সোমবার ( ৩১ জুলাই) দুপুরে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া বাজার এলাকায় রাস্তার পাশ থেকে বস্তাবন্দীবস্থায় ওই তরুণকে উদ্ধার করে পথচারিরা। পরে তাকে জীবিতবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এব্যাপারে ধামরাই থানার ওসি অপারেশন নির্মল চন্দ্র দাস বলেন লাশ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।