মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার),ঢাকার ধামরাইয়ে যথাযথ মর্যাদায় জাতীয় পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের চতুর্থ তম মৃত্যু বার্ষিকী পালিত।
শুক্রবার ১৪ জুলাই বাদ জহুর ধামরাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে তার নিজ বাড়িতে এই আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। এসময় দলকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবৌদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি।
অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান মিলন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপা মনোনয়ন প্রত্যাসী আহছান খান আছু, ধামরাই উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এইচ এম জহিরুল ইসলাম জহির,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুল ইসলাম আতিক,জাতীয় যুবসংহতির ঢাকা জেলা সদস্য সচিব দেওয়ান আনিছুর রহমান সাহাজাদা,জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী,ধামরাই উপজেলা জাতীয় পার্টি সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল,ধামরাই উপজেলা জাতীয় পার্টির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ জানিফ হোসেন,উপজেলা যুব সংহতির সভাপতি শহিদুল ইসলাম মুকুল, সহ আরও অনেকে