মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
ঢাকার ধামরাইয়ে নান্নার ইউনিয়নের জলসিন এলোকেশী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জানুয়ারি) নান্নার ইউনিয়নের জলসিন এলোকেশী উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গনে জাঁকজমকপূর্ণ পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে” ধামরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাখাওয়াত হোসেন সাকু এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা (২০) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি। “ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নান্নার ইউপি চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন মোল্লা, এসময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ঢাকা জেলা পরিষদের সদস্য নাছিমা আক্তার, নান্নার ইউপি সদস্য মোঃ মাসুদ রানা,নান্নার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ ফেরাজী সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।