ধামরাইয়ে কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে (৫১)তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত।

0
19

 

মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার) ঢাকার ধামরাইয়ে কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে (৫১)তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৮ ফেব্রুয়ারী উপজেলার কুল্লা ইউনিয়নের কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের (৫১) তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য নাছিমা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা (২০) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি।

এসময় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন,কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য গন সহ সকল শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।