মোঃ সিরাজুল ইসলাম
(স্টাফ রিপোর্টার) ধামরাই:
ঢাকার ধামরাইয়ে কুশুরা ইউনিয়নে প্রধানমন্ত্রী কর্তৃক বিভিন্ন ভাতা উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা-২০ আসনের এমপি বেনজীর আহমদ ।
বৃহস্পতিবার( ১৯ অক্টোবর) কুশুরা ইউনিয়ন পরিষদের অন্তর্গত প্রায় ৪ হাজার উপকারভোগীদের নিয়ে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামীলীগ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের ৫ টি মৌলিক অধিকার যেমন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ও শিক্ষার বাস্তবায়ন করেছেন। বর্তমান সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযুদ্ধাদের ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তি, গর্ভবতী মায়েদের ভাতার ব্যবস্থা করেছেন।
শুধু তাইনয় দেশের মানুষ যাতে সুখী ও ভাল থাকতে পারে তার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, একমাত্র বাংলাদেশে করোনার টিকা জনগণের মাঝে বিনামূল্যে দিয়েছেন। সরকার দেশে ৫ শত ৬০ টি মডেল মসজিদ নির্মান করেছেন। । প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য পরিশ্রম করেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় অর্থাৎ শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান করেন।
মতবিনিময় সভা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, কুশুরা নবযুগ কলেজের অধ্যক্ষ নিয়ামুল কবির সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন,কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।