মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার) ঢাকার ধামরাইয়ে আরিফ মেমোরিয়াল ক্যাডেট স্কুলের (৮ তম) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারী উপজেলার সুয়াপুর বাজার গ্রামীন টাওয়ার সংলগ্ন সুনামধন্য আরিফ মেমোরিয়াল ক্যাডেট স্কুলের (৮ তম) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
এসময় অত্র বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মঈনুদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা (২০) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুয়াপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কফিলউদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, সুয়াপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সুয়াপুর ৮ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ শাহানুর রহমান শানু,সুয়াপুর ইউনিয়ন আওয়ামী মোটর চালক লীগের সভাপতি মোঃ আবুল হোসেন সহ সকল শিক্ষক বৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম (জাহিদ) এর শুভেচ্ছান্তে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।