বাংলার রূপ,নিজস্ব প্রতিবেদক।।
ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ম্যাংগো জুস তৈরি, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগা ব্যবহার ও তথ্য গোপনের অভিযোগে নিউ ভরসা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ভবন মালিককে (১,০০০০০) এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার (২০ জুলাই ) দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে স্থানী বাসিন্দা আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, দীর্ঘদিন থেকে রফিকুল ইসলাম এই এলাকায় কিরন অক্তারের বাসায় ভাড়া থাকতেন। তিনি গোপনে অস্বাস্থ্যকর জুসের ফ্যাক্টরি তৈরি করেছিলেন তা কারোই জানা ছিলো না।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার কেলিয়া এলাকার নিউ ভরসা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড দীর্ঘদিন ধরে নকল ম্যাংগো জুস উৎপাদন করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চাললে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করতে দেখা গেছে তবে এর বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি কারখানার কর্তৃপক্ষ।তবে নিউ ভরসা ফুড অ্যাড বেভারেজের মালিক রফিকুল ইসলাম পালিয়ে গেলে কারখানার ভবন মালিক কিরনা আক্তার কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানায় উৎপাদিত পণ্য ও মেশিনারিজ জব্দ করা হয়েছে।