ধামইরহাটে জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

0
8
মেরাজ হোসেন নওগাঁ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলা যুবদল ও পৌর যুবদল এর আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ওবায়ইদুর রহমান সুইট সাবেক সহ-সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মো.সামসুজ্জোহা খান কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি, কেন্দ্রীয় কমিটি বিএনপি। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মো.শহিদুর রহমান সরকার সাবেক সিনিয়র সহ-সভাপতি, ধামইরহাট পৌরসভা।
উল্লেখ্য, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলীতে জন্মগ্রহণ করেন তিনি। দিবসটি পালনে বিএনপির অঙ্গসংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।