মোঃ সিরাজুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ
ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের মামুরা সহ সাতটি গ্রামের সংখ্যালঘুদের বাড়ি সহ কৃষি জমি দখল করে অবৈধ ভাবে হাউজিং প্রকল্প আকসির নগর বালু ফেলে ভরাট করে। সেই বালু অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী সহ এলাকাবাসী।
২১ জুলাই শুক্রবার সকাল ১১ টার সময় কুল্লা ইউনিয়নের মামুরা সেলুঘাট এলাকায় মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন এস এম নজরুল ইসলাম, ইউপি মেম্বার পলান আলী, মনির হোসেন মৃধা, জেসমিন সরদার, সহ আরও অনেকে।
এসময় মানববন্ধন কারীরা বলেন ধামরাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলে উপজেলা প্রশাসন থেকে তদন্ত করে অনেকের জমি ফিরিয়ে দিয়েছেন কিন্তু আমরা জমিতে ফসল উৎপাদন করতে পারি না। চারপাশে বেড়িবাঁধ দেওয়ায় একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে আবার বালি ফেলে ভরাট করায় সেখানে কোনো ফসল হয় না। প্রশাসনিক ভাবে জমির বালু উঠিয়ে নেওয়ার কথা থাকলেও প্রশাসনিক ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কেন হচ্ছে না আমরা জানি না, আমরা খুব অভাবে দিনযাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তাদের কাছে আমাদের আকুল আবেদন আমাদের কৃষক দের নামে বিভিন্ন থানায় মামলা দিয়েছে তৌহিদ গং এসব মামলা থেকে মুক্তি চাই এবং অতিবিলম্বে এই অবৈধ আকসির নগর বন্ধ চাই। এবং কৃষকদের কৃষি জমি বালু অপসারন করে কৃষি উতপাদন করার উপযোগী করে দেওয়ার আহবান জানান তারা।