৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা আজ শেষ।

0
9

বিশেষ প্রতিনিধিঃ

আজ শনিবার (২২ জুলাই ) মধ্যরাত থেকে সাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। রাত ১২ টার পর থেকে জেলেরা নির্বিঘ্নে আবারও মাছ শিকার করতে পারবেন।

নিষেধাজ্ঞা মানায় সব ধরনের মাছের উৎপাদন বেড়েছে। তাই এবার জালে ইলিশসহ অন্যান্য মাছ প্রচুর ধরা পড়বে বলে আশাবাদী মৎস্যজীবীরা।

সাগর পাড়ে সরেজমিনে ঘুরে দেখা যায়, সারি সারি নৌকা বাধা রয়েছে। টানা ৬৫ দিনের মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা শেষে সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা।

এসময় কেউ কেউ জাল গুছিয়ে নিচ্ছেন। কেউ কেউ আবার ট্রলারে বরফ, জ্বালানি তেল ও খাবারের মজুত করছেন।

ট্রলার মিস্ত্রিরা জানান, ট্রলার মেরামতে ভালো টাকা রোজগার হয়েছে।

জেলেরা জানান, তারা যে সরকারি সহায়তা পান, তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এতে তাদের জীবন কাটে চরম দুর্দশায়। জুলাই মাসের ৩০ কেজি চাল এখনো পাননি বেশিরভাগ জেলে।

জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এবার ৬৫ দিন অবরোধ অনেকটাই সহযোগিতা করছেন জেলেরা। গতবারের তুলনায় এবার অপরাধ প্রবণতা অনেকটাই কমেছে।

বঙ্গোপসাগর উপকূলীয়সহ ৭৫ উপজেলায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এরমধ্যে পটুয়াখালীর কলাপাড়ায় রয়েছে ৩০ হাজারেরও বেশি জেলে। এর মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ হাজার ৩০৫ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here