মোঃসোহান আহমেদ সানাউল
বিশেষ প্রতিনিধি:
নারীপক্ষ’র ৪০ বছর পূর্তি উপলক্ষে তরুণ নারী সম্মেলন “নারীপক্ষ” শুরু হয়েছে।সাভারের গনস্বাস্থ্য কেন্দ্রের পিএইচ ভবনের অডিটোরিয়াম হলে বৃহস্পতিবার (১৩ জুলাই ) শুরু হয়ে ১৫ জুলাই শনিবার বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
তৃতীয় দিনের সমাপনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নূরে মাকসুরাত সেঁজুতি।অন্যান্য দিনের মত সকাল ৯ ঘটিকায় শুরু হওয়া অধিবেশনে সবাইকে নিয়ে আলোচনায় ড.ফিরদৌস আজিম ( সদস্য নারীপক্ষ)৭১’এর যে নারীদের ভুলেছি এবং যুদ্ধ সন্তান এই বিষয়ে আলোচনা করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সেলিনা হায়াত আইভি (মাননীয় মেয়র, সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ)।এবং সভাপ্রধান হিসেবে এসময় উপস্থিত ছিলেন “নারীপক্ষ’র সভানেত্রী ড.তাসনীম আজিম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যারিস্টার রাশনা ঈমাম (সুপ্রিম কোর্ট,বাংলাদেশ), এবং কবি আফরোজা সোমা,(প্রাবন্ধিক ও নারীবাদী গবেষক )।
এসময়,৫ জন তরুণ নারীপক্ষ এর সদস্যরা ৫ টি বিষয়ভিত্তিক কর্মশালার সুপারিশ উপস্থাপন করেন।অনুষ্ঠিত সম্মেলনের সারসংক্ষেপ উপস্থাপন করেন নারীপক্ষের সদস্য,গীতা দাস।অনুষ্ঠানে সমাপনী ধন্যবাদ জ্ঞাপন করেন কামরুন নাহার, সদস্য,নারীপক্ষ।