এ জেড হীরা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ শাহ জামাল সিরাজী বলেছেন বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে একটি উন্নয়ন শীল দেশের সুনাম কুড়িয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের বাংলাদেশকে আজ উন্নয়নের জন্য দুর্বার গতিতে এগিয়ে নিতে দিনরাত কাজ করে চলেছেন। তিনি আরো বলেন আমরা সকলেই উন্নয়নের অংশীদার হয়ে লাল সবুজের বাংলাদেশ গড়ে তুলতে সবুজায়নের মাধ্যমে গাছের চারা বনায়ন করতে মনোযোগী হতে হবে। বেশীকরে গাছের চারা রোপন করলে প্রাকৃতিক পরিবেশ এর ভারসাম্য রোধ হবে। উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী ২৮জুলাই বুধবার সকাল ১১টায় শেরপুর সমন্বিত উন্নয়ন প্রকল্প এস,আই,ডি,পি খামারকান্দি সাব সেন্টারের উদ্দোগে হত দরিদ্র পরিবারের মধ্যে
বিনামূল্যে ফলজ,বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন ।
উপজেলার খামারকান্দি সাব সেন্টার চত্তরে স্বাস্থ্য বিধি মেনে এস,আই,ডি,পির জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওহাব,খামারকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি খলিলুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল বাছেদ ,এস,আইডিপির সিনিয়র ডিজাইনার কামরুল ইসলাম, ইউনিয়ন সমন্বয়কারী উজ্জ্বল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে তিন প্রজাতির আড়াই শতাধিক চারা বিরণ করা হয়।