দেশে দুর্ভিক্ষ হওয়ার সম্ভবনা নেই বললেন খাদ্যমন্ত্রী।

0
22

 

মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
বাংলাদেশে কোন খাদ্যের সংকট নেই এবং দেশে দুর্ভিক্ষ হওয়ার সম্ভবনাও নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল এলাকায় অমৃতপাল ভক্তের স্মৃতি স্বরণে ১৭৪ তম বাৎসরিক মহোৎসব অনুষ্ঠানে তিনি একথা বলেন। খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসময় আরও বলেন, এবার আমন মৌসুমে সরকার ব্যাপক ধান মজুদ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারী ভাবে দশ লক্ষ মেট্রিক টন চাল আমদানি করা হচ্ছে এবং রাশিয়া থেকে সাত লক্ষ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে। এছাড়াও আগাম প্রস্ততি হিসেবে সরকার ১৭ লক্ষ মেট্রিক টন চাল মজুদ করেছে জানিয়ে তিনি আরও বলেন,বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে কিন্তু বিএনপি-জামায়াত সরকারের উন্নয়ন বাধা গ্রস্ত করতে নানা মুখী ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও বলেন তিনি।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহম্মদ এমপি, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা নির্বাহি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি,ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ,
ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সানোরা ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, ধামরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই থানার অফিসার ইনর্চাজ মোঃ আতিকুর রহমান, ধামরাই উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ জামিল হোসেন সহ
আরো অনেকে উপস্থিত ছিলেন।