এলাহি শাহরিয়ার নাজিম ।
কুড়িগ্রাম প্রতিনিধি ।।
শৈত্যপ্রবাহ আমাদের দেশের একটি প্রাকৃতিক দুর্যোগ, আর এই প্রাকৃতিক দুর্যোগ কে মোকাবেলা করার জন্য বাংলাদেশ সরকার সব সময় প্রস্তুত । তাই দেশের কোন মানুষ যেন শীতে কষ্ট না পায় সেজন্য প্রতিটি শীতার্ত মানুষকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কম্বল দেয়া হচ্ছে ।
সব ধরনের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকার বঙ্গকন্যা জনোনেত্রী শেখ হাসিনা অতুলনীয় সাফল্য অর্জন করেছেন। তিনি সব সময় জনগণের পাশে ছিলেন,পাশে আছেন ,পাশে থাকবেন ইনশাআল্লাহ ।
আজ শনিবার (৪ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম রাজিবপুর উপজেলার রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কালে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন ।
এ সময় তিনি কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী দুটি উপজেলায় ১৫ টি ইউনিয়নে ঘুরে ঘুরে দু’দফায় ৮০০০ শীতার্ত মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন। এই কম্বল বিতরণী অনুষ্ঠানে এর সাথে আরো উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো ,রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ,রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম, রাজিবপুর থানার পরিদর্শক (ওসি) নয়ন ,রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা ,রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বাদলসহ উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।