দেশে করোনা আতঙ্কের মধ্যেই বসল পদ্মা সেতুর ২৭ তম স্প্যান।।

0
17

 

মোঃইমরান হোসেন তুহিন।

শরিয়তপুর ব‍্যুরো,প্রতিনিধি।।

দেশে করোনা আতঙ্কের মধ্যেই বসলো পদ্মা সেতুর ২৭ তম স্প্যান। এই স্প‍্যানটি বসানোর পর দৃশ্যমান হলো পদ্মাসেতুর ৪ হাজার ৫০ মিটার।শনিবার (২৮ই মার্চ) সকালে এই স্প‍্যানটি বসানো হয়।
এ ব‍্যাপারে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, নদীর মধ্যে ২৭ ও ২৮ নম্বর পিলারের উপর বসানো হয়েছে এই স্প্যানটি। এখন আর বাকি রয়েছে ১৪টি স্প্যান বসানোর কাজ।
এর আগে গেল ১০ মার্চ ২৬ তম স্প্যানটি বসানো হয়। তখন বলা হয়েছিল ২৭তম স্প্যানটি সফলভাবে বসে গেলে বাকি থাকবে আর মাত্র ১৪টি স্প্যান।আজ বিশ্বব‍্যাপী করোনার আতঙ্কের মধ্যেই সফল ভাবে স্প‍্যানটি বসানো হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের ‘সিনো হাইড্রো করপোরেশন’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here