মোঃ সোহান আহমেদ সানাউল।
বাংলার রুপ, নিজস্ব প্রতিবেদক।।
বিশ্বের মানুষেরা যখন করোনা আতঙ্কে দিন পার করছে চারপাশের দেশগুলোতে লাশের মিছিল চলছে যার কবল থেকে বাদ পড়েনি আমাদের সোনার বাংলাদেশ।যেখানে ভাইরাসের আতঙ্কে ডাক্তার চাকরী ছেড়ে দেয়, বাসায় বসে নিরাপদে বেঁচে থাকার আশায়।ঠিক তখনি করোনার আতঙ্ককে মোন থেকে ভুলে গিয়ে করনা আক্রান্তদের পাশে থেকে সকল প্রকার সাহায্য সহযোগিতা করতে চেয়েছেন ঢাকার আশুলিয়া থানার ওসি শেখ রেজাউল হক দিপু।তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি জনসচেতনতামূলক পোষ্ট দিয়ে ব্যাপক আলোচনায় জোয়ারে ভাসছেন।
সেই ফেসবুক স্ট্যাটাসটি হুবহু নিচে তুলে ধরা হলোঃ
বর্তমান প্রেক্ষাপটে আমার কোনো আত্মীয়-স্বজন প্রতিবেশী বন্ধুবান্ধব কেউ যদি করোনাভাইরাসে কোনো কারণে আক্রান্ত হন আমার সাথে যোগাযোগ করবেন কেউ পাশে না থাকলেও আমি পাশে থাকব ডাক্তারের কাছে ভর্তি করা অন্যান্য ভাবে সাহায্য করা পরামর্শ দেওয়া সকল কিছু আমি করবো ইনশাআল্লাহ। যেহেতু বিষয়টি একটি আতঙ্কের বিষয় অনেকেই না বুঝে আপনাকে সাহায্য না করতে পারে।আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে সাহায্য করব আমি কথা দিচ্ছি রোগব্যাধি আল্লাহ দেয় আল্লাহর উপর ভরসা রাখেন ইনশাআল্লাহ ভাইরাসের কোনো ক্ষমতা নেই মনের জোর রাখেন মনের শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। পরিচ্ছন্ন থাকুন। নিজেকে কিছুদিন সীমাবদ্ধ রাখুন ইনশাআল্লাহ ভাইরাস আপনার কোন ক্ষতি করতে পারবেনা। আমার থানা এলাকার কোন লোক এই সংক্রান্ত আমার নিকট কোন সাহায্য চাইলে আমি তাকেও সাহায্য করব। 0171 337 3332 এটা আমার সরকারি নাম্বার। 01712 147292 এটা আমার ব্যক্তিগত নাম্বার।