দুবাই ৪৭ তলা আবাসিক ভবনে ভয়াভহ অগ্নিকান্ড॥

0
9

বাংলার রূপ ,নিউজ ডেস্ক।।

দুবাই শারজাহর আল নাহদা অঞ্চলের একটি আবাসিক ভবনে মঙ্গলবার (৫ মে) রাত  নয়টা চল্লিশ এর দিকে ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই সেখানে ফায়ারসার্ভিস ও এম্বুলেন্স পৌঁছে। তবে এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

সংবাদ মাধ্যম গালফ নিউজের বরাতে জানা যায়, আগুন লাগার সঙ্গে সঙ্গেই ৪৭তলা বিশিষ্ট আবকো টাওয়ার থেকে সকল বাসিন্দাদের সরিয়ে নিরাপদ স্থানে নেয়া হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে খালিদ টাইমস জানায়, ভবনটির সঙ্গে থাকা ব্যাঙলোর রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পার্শ্ববর্তী মিনা ফায়ার স্টেশন থেকে আল নাহদায় আবকো টাওয়ারের উদ্দেশ্যে রাত আনুমানিক ৯টা ৪৫-এ ফায়ারসার্ভিসের সাহায্য পাঠানো হয়।

এখনো পর্যন্ত হতাহতের কোন খবর না পাওয়া গেলেও উদ্ধারকারীরা জানিয়েছেন তারা খোঁজ চালিয়ে যাচ্ছেন। আশেপাশের আরো পাঁচটি ভবনও সম্পূর্ণ খালি করা হয়েছে।

সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস, খালিজটাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here