মিডিয়া ডেস্কঃ
দুটো মাংসপিণ্ড লণ্ডভণ্ড
করিল এই সোনার দেশ
তিন ইঞ্চি নদীতে প’ড়েসা
ড়ে তিন হাত নৌকা শেষ
দুটো মাংসপিণ্ড লণ্ডভণ্ড
করিল এই সোনার দেশ
তিন ইঞ্চি নদীতে প’ড়ে
সাড়ে তিন হাত নৌকা শেষ।।
সেই নদীটির মাঝখানে
ভাই তিনকোণা এক চর
কামিনী-বাঘিনী নাচে চরেরও ওপর
জীবের যাওয়া-আসা নদীর ভিতর
স্বর্গ-নরক দুঃখ-ক্লেশ।।
সেই নদীটির চৌদিকে ভাই
ভয়ংকর জঙ্গল
তারই মাঝে পাতা আছে
বাঘমারা এক কল
যত লোভী-কামী যায় রসাতল
দেখে নদীর পরিবেশ
তিন ইঞ্চি নদীতে পড়ে
সাড়ে তিন হাত নৌকা শেষ।।
কেউ জানে না সেই নদীটি গভীর যে কত
ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর তার জানে না তত্ত্ব
ডুবাইতে স্বর্গ-মর্ত্য
লাগে নদীর এক নিমেষ
তিন ইঞ্চি নদীতে প’ড়ে
সাড়ে তিন হাত নৌকা শেষ।।
সেই নদীতে আসে রে ভাই মাসে মাসে বান
রসিক যারা চিনে ধারা করিতেছে স্নান
গুরু অসীম না জানিয়া সন্ধান
ধরলো ভবার ভাবাবেশ।
তিন ইঞ্চি নদীতে পড়ে
সাড়ে তিন হাত নৌকা শেষ।।
দুটো মাংসপিণ্ড লণ্ডভণ্ড
করিল এই সোনার দেশ।
তিন ইঞ্চি নদীতে প’ড়ে
সাড়ে তিন হাত নৌকা শেষ।।