নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি।
ঢাকা -নারায়ণগঞ্জ লিংক রোডে উনিশ শত নিরানব্বই সালের একটি চালভর্তি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছিল।
দীর্ঘ ২০ বছর পরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারপতি শেখ রাজিয়া সুলতানা ওই মামলার রায় ঘোষণা করেন আজ। ওই মামলায় মোট ৫ জন আসামি ছিলেন। এরমধ্যে দুজনের আগেই মৃত্যু হয় বলে জানা যায়।তবে তিনজনকে বিচারপতি রাজিয়া সুলতানা যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একই সাথে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত।অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের ঘোষণা দেন এই বিচারপতি।
এই মামলায় রাজ্জাক মিয়া ও লস্কর আলী নামের দুই আসামির আগে মৃত্যু হয়।
তবে সাজাপ্রাপ্ত বাকি তিন আসামির মধ্যে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন শাহজাহান ওরফে সাজু।অন্য দুই আসামি এখনো পলাতক রয়েছে তারা হলেন ফতুল্লা নন্দলালপুর এলাকার কবির হোসেন, ও কাউসার মিয়া।
এই মামলার নথির বরাত দিয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জেসমিন আহমেদ সাংবাদিকদের জানান,১৯৯৯ সালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের একটি চালভর্তি ট্রাকে ডাকাতির হয়।পরে নারায়ণগঞ্জ সদর থানার টহল পুলিশ ট্রাকটি উদ্ধার করে। এই ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় তোতা মিয়া নামে এক ব্যক্তি একটি ডাকাতি মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ ২০ বছর পর আজ সোমবার রায় ঘোষণা করেন বিচারপতি রাজিয়া সুলতানা।