মোঃইমরান হোসেন।সিলেট প্রতিনিধি।।
প্রানঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দির্ঘ ১ সপ্তাহের বেশি সময় ধরে যুদ্ধ করেও করোনা যুদ্ধে হেরে না ফেরার দেশে চলে গেলেন সিলেটের মাটি ও মানুষের প্রানপ্রিয় নেতা এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান ।
গতকাল রবিবার (১৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
ঢাকায় কামরানের সঙ্গে থাকা তার ছেলে ডা. আরমান আহমদ শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,রাত ১২ টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন পরে ধীরে ধীর আরও অসুস্থ পরেন।পরে কার্ডিওলজিস্ট চিকিৎসককে জানালে চিকিৎসক দেখে জানান তার হার্ট অ্যাটাক হয়েছে।পরে শরীর সম্পূর্ণভাবে নিস্তেজ হয়ে পরে এবং চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানায়।
উল্লেখ্য,গত ৫ জুন সিলেটর ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের পিসিআর ল্যাবে সাবেক এই মেয়র কামরানের করোনা পজিটিভ শনাক্ত হয়।
ওইদিন রাত থেকে প্রথমে বাসায় আইসোলেশনে থাকলেও ৬ জুন সকালে বমি আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো উন্নতি দেখা যায়নি। পরে অবস্থা সংকটাপন্ন হওয়াতে গত রবিবার (০৭ জুন) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায়ই সাবেক এই মেয়র রোববার ভোররাতে মারা যান।
প্রসঙ্গত,সাবেক এই মেয়র করোনা শনাক্ত হওয়ার ৫ দিন পূর্বেই তার স্ত্রীর করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল।তবে তিনি শারীরিক ভাবে অনেকটা সুস্থ হয়ে গিয়েছিল।স্বামীর মৃত্যুর খবরে সে আবার ভেঙে পরেছেন।।