মোঃজয়নাল আবেদিন,
বাংলার রূপ,আদালত প্রতিনিধি :
দীর্ঘ প্রায় ৪ মাস পর আগামীকাল অথ্যাৎ ০৫/০৮/২০২০ ইং তারিখ থেকে শুরু হচ্ছে দেশের অধস্তন আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম। গত ১৫ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ও ৩০ জুলাই ২০২০ তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট এর হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরীত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
ইতিপুর্বে নিয়মিত আদালত চালু করার দাবীতে ঢাকা সহ দেশে বিভিন্ন জেলার আইনজীবীরা সাধারণ আইনজীবও ঐক্য পরিষদের ব্যানারে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করার প্রেক্ষিতে বাংলাদেশের মহামান্য সুপ্রিম কোর্ট উক্ত ঘোষণা দিলেন।এখানে উল্লেখ্য যে বিগত ১ জুন থেকে সরকার সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান স্বাস্থ্য বিধি মেনে খুলে দিলেও দেশে আদালত সমুহ ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালিত হচ্ছিল। যাতে আইনজীবীদের বৃহৎ অংশ কর্মহীন অবস্থায় দিনাতিপাত করছিল।
সুপ্রিম কোর্ট উক্ত সিদ্ধান্তের মাধ্যমে আইনজীবীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। উল্লেখ্য যে মহামারি করোনার কারণে বিগত ২৫/০৩/২০২০ ইং তারিখ থেকে অন্যান্য প্রতিষ্ঠানের মত আদালত ও বন্ধ ঘোষণা করা হয়ে ছিল।।