দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সাথে লরাই করেও অবশেষে না ফেরার দেশে চলে গেলেন এস আই কফিলউদ্দিন।।

0
23

 

 

মো:সোহান আহমেদ (ছানাউল),সাভার,ঢাকা।।

 

 

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মানিকগঞ্জের সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন দীর্ঘ এক সপ্তাহ  মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে আজ চলে গেলেন না ফেরার দেশে । রবিবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১৩ ডিসেম্বর তিনি ডিউটি থেকে ফেরার পথে  ট্রাক চাঁপায় গুরুতর আহত হয়েছিলেন।

 

সূত্র জানায়, কফিল উদ্দিন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গিলাবাড়ি গ্রামের আব্দুল বাসেতের ছেলে। তিনি সিঙ্গাইর থানায়  উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। ১৩ ডিসেম্বর সকালে পুলিশের এই কর্মকর্তা (এসআই ) ভিআইপি ডিউটি শেষে ঢাকা থেকে মোটরসাইকেলে সিঙ্গাইর ফিরছিলেন। সকাল সাড়ে নয়টায় উপজেলার ধল্লায় ভাষা শহীদ রফিক উদ্দিন সেতু এলাকায় দূর্ঘটনার শিকার হন। ঢাকাগামী ইটবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-২৮৯৬) তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে পুলিশের এই কর্মকর্তা গুরুতর আহত হন।পরে ঘটনাস্থল থেকে  পুলিশ তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউতে) তাকে চিকিৎসা দেয়া হয়েছিল। রবিবার সকাল সাড়ে ৬টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।
বিকালে মানিকগঞ্জ পুলিশ লাইন মাঠে নামাজে জানাযা শেষে নিহতের লাশ নিজ গ্রাম জামালপুর জেলার গিলাবাড়িতে নিয়ে যাওয়া হয়। গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজের পর সোমবার পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে স্বজনরা জানান।

এসআই কফিল উদ্দিনের অকাল মৃত্যুতে স্থানীয় এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) আলমগীর হোসেন, সিঙ্গাইর থানার ওসি আব্দুস সাত্তার মিয়া, পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলামসহ অনেকেই গভীর শোক প্রকাশ করেন এবং নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন ।

এই ঘটনায় ওসি আব্দুস সাত্তার মিয়া সাংবাদিকদের জানান, ঘটনায় জন্য দায়ী ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here