ঢাকা – বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় ১ মটরসাইকেল আরোহী নিহত।

0
13

খোকন হাওলাদার

বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ব্রিজে পিকাপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং  ১ জন আহত হয়েছে। রবিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শফিকুল ইসলাম হাওলাদার। তিনি দুর্ঘটনা কবলিত মোটর সাইকেকেল চালক এবং কাশেমাবাদ মহল্লার ইউনুস হাওলাাদারের ছেলে। দুর্ঘটনায় এরশাদ বেপারী নামে এক আরোহী গুরুতর আহত হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব রহমান জানান, সকাল ১০টার দিকে কাশেমবাদ থেকে মোটরসাইকেল যোগে শফিকুল ও এরশাদ গৌরনদী সদরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে আশোকাঠী ব্রিজ অতিক্রমকালে বিপরীতমুখি একটি পিকাপের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের একজন আরোহী ঘটনাস্থলে নিহত এবং আরেকজন আহত হয়।

খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here