মোঃসোহান আহমেদ সানাউল,
বাংলার রূপ,নিজস্ব প্রতিবেদক।।
সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বানভাসীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ‘উপহার’ খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১০ আগস্ট) কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিমুলিয়া ইউনিয়নের দুইটি এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এসময় দেশের সকল প্রকার দুর্যোগ হতে মুক্তির আশায় ও জাতির পিতার পরিবারের সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু উপস্থিত থেকে বানভাসি অসহায় মানুষদের মাঝে চাল, মুড়ি, চিড়া, গুড় ও খাবার স্যালাইন সহ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারস্বরুপ এই শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় বাবু নির্মল রঞ্জন গুহ সাংবাদিকদের বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং তাঁরই যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী। চতুর্থবারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে বন্যায়, খরায়, শীতে মানুষের পাশে থাকতে হয়। আমরা বন্যা দূর্গত মানুষের পাশে আছি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে। আপনারা জানেন, ইতোমধ্যে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই করোনা পরিস্থিতি থেকে শুরু করে এই বন্যা পর্যন্ত প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় এবং প্রত্যেকটা ইউনিয়নে মানুষের জন্য খাদ্য সরবরাহ করেছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন আমাদের জনগনের পাশে থাকার জন্য। বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন বিশেষকরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে প্রতিটি জেলার সাথে সমন্বয়করে আমাদের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু এবং আমি প্রতিটি জেলায় যেখানে বন্যা হয়েছে, সেখানের দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি।
এ প্রসঙ্গে তিনি আরও জানান, গত দুই দিন আগে আমরা উত্তরবঙ্গের বন্যা প্লাবিত পাঁচটি জেলায় গিয়েছি, গতকাল আমরা জামালপুরের ইসলামপুরে গিয়েছি, আজ ঢাকার সাভারের আশুলিয়ায় এসেছি। আমাদের স্পষ্ট কথা, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা অতীতেও জনগনের পাশে ছিলাম, এখনও আছি,ভবিষ্যতেও থাকবো।
তিনি বলেন, অনেকে অনেক কথা বলে, আজ অন্যান্য দলগুলো কোথায়? বিএনপি কোথায়? আমাদের কর্মকান্ড দিয়ে এটাই প্রমান হয়, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ কখনো দলের রাজনীতি করে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে দলকে সুসংগঠিত করে, জনগনের পাশে থেকে দেশের এবং জনগণের রাজনীতি করা। আজকে আমরা সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগনের দল এবং জনগনের পাশে ছিলো এবং পাশে আছে। জনগনের দূর্দশায় যেকোনো প্রয়োজনে আমরা আমাদের সাধ্যমত তাদের সাহায্য করে যাবো।
এসময় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু জানান, করোনা পরিস্থিতি শুরু হবার পর থেকে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সারা দেশে ত্রাণ কার্য পরিচালনা করেছি। এপর্যন্ত আমরা দশ লক্ষ লোকের ত্রাণে প্রদানের আওতায় এনেছি। এখনো করোনা পরিস্থিতি রয়েছে এবং আমাদের নির্দেশে সারাদেশের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা যার যার অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে এসে সামর্থ্য অনুযায়ী কাজ করছে। এজন্য জেলা এবং থানার প্রতিটি নেতা ও কর্মীকে আমি ধন্যবাদ জানাই; কারণ এই করোনার ভয়কে উপেক্ষা করে প্রতিটি নেতাকর্মী মাঠে এসে কাজ করছে। গত কয়েকদিন আগে আমরা আমাদের সভাপতি সহ চার জেলায় দশ-বারটি স্থানে ত্রাণ মানুষের হাতে পৌঁছে দিয়েছি। এসময় বানভাসি মানুষ যাদের ঘর-বাড়ি ভেঙ্গে যায়, বার বার ঘর চেঞ্জ করতে হয়, তাদের দুঃখ-দূর্দশা উপলব্ধি করেছি।আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের এই দুঃখ-কষ্ট সহ্য করতে পারেন না। তিনি কাজই করেন গরীব ও সাধারণ মানুষের জন্য। উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা বানভাসি মানুষের পাশে দাঁড়াও, তোমাদের দেখাদেখি অন্যান্য দলের নেতাকর্মীরা সহ সমাজের সামর্থ্যবান মানুষেরা এগিয়ে আসবে এবং তাদের দুঃখ মেটানোর চেষ্টা করবে।
তিনি জানান, আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জনগনের পাশে আছি। এদেশে যতধরণের দুর্যোগ আসুক, করোনা আসুক কিংবা বন্যা আসুক, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সবসময়ই মানুষের পাশে আছে এবং থাকবে, কারণ আমাদের সংগঠন হচ্ছে সেবা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন, সেবাই আমাদের ব্রত।
ত্রাণ বিতরণ কালে এসময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল্লাহ মুন্সী প্রমুখ সহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।