মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি’ ঢাকার ধামরাইয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পরে উপজেলার বাড়িগাঁও গ্রামে ঝোঁপঝাড় থেকে লোকালয়ে এসে পড়ে শিয়াল। এরপর থেকে মানুষের উপর আক্রমন করে এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে শিয়াল-আতঙ্ক। এরই মধ্যে একটি শিয়াল ধরে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
ঘটনার পর আহত শিশুসহ আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য দুই নারীকে ঢাকায় স্থানান্তর।
বাড়িগাঁও গ্রামে এখন আতঙ্ক বিরাজ করছে। শিয়ালের কামড় থেকে রক্ষা পেতে রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসি। স্থানীয়রা আরও জানান বেশ কয়েকদিন ধরেই শিয়ালের আতঙ্কে অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী।