মোঃ সিরাজুল ইসলাম
ধামরাই( ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ( ০১ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় কৃষাণ কোল্ড স্টোরেজ এর ভিতর এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। মোঃ আতিকুজ্জামানের সঞ্চালনায় এবং ধামরাই পৌর বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মন্জু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সহ- সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।
তিনি বলেন, আমরা বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নীতিতে বিশ্বাসী বীরমুক্তিযোদ্ধাদের স্বপ্ন নষ্ট হয়ে গেছে। আমরা আতঙ্কিত থাকি, কোন সভা সমাবেশ করতে পারি না, মামলা হামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে, যারা বিএনপি করে না তাদের অনেককে নেতা বানানো হয়েছে, যারা রাজপথে থাকবে তারাই বিএনপির পদ পাবে, বিএনপি করার কারনে অনেক নেতাকর্মীর চাকরি চলে গেছে, সাধারণ জনগণ বিএনপিকে ভালোবাসে। তিনি আরো বলেন, আন্দোলন ছাড়া কখনো গনতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি বিপ্লব হোসেন,ঢাকা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিকায়েল হোসেন,ঢাকা জেলা যুব দলের তথ্য ও গবেষণা সম্পাদক রবিন হোসেন,ঢাকা জেলা যুব দলের সহ- সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মারুফ শিকদার,ধামরাই উপজেলার সাবেক যুবদলের সভাপতি ফরহাদ হোসেন, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মান্নান ফিরোজ, সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব।
বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মীরা শুধু রাজপথে আন্দোলনের ডাকের অপেক্ষায় আছে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিএনপির হাল ধরে বিএনপিকে আরো শক্তিশালী করতে হবে। সকল বেদাবেদ ভুলে শান্তিপূর্ণ ভাবে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। নেতাকর্মীরা আরও বলেন, আলহাজ্ব তমিজ উদ্দিন না থাকলে আজ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা সম্ভব হতো না। প্রশাসনের কাছ থেকে ১ ঘন্টা সময় নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়, যারা দলের ক্ষতি করে থাকে তারা যেন কোন ভাবেই দলে জায়গা না পান দলের জন্য একত্রিত হয়ে কাজ করতে হবে , এসময় ধামরাই উপজেলার ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,দেশনেত্রী বেগম খালেদা জিয়া,তারেক জিয়াসহ সকল নেতাকর্মীর জন্য দোয়ার আয়োজন করা হয়।