মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি” ঢাকার ধামরাইয়ে বালিয়া একাদশ (বনাম) জি’কে স্পোর্টিং ক্লাব। ফুটবল টুর্নামেন্ট (২০২২) এর সেমী ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময় ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের ঈশান নগর খেলার মাঠ প্রাঙ্গনে দেলধা সুর্য্যমূখি যুব সংঘের আয়োজনে’ এবং অবসর প্রাপ্ত সেনা সদস্য আব্দুল হালিম এর সার্বিক ব্যবস্থাপনায় এই ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। এখেলায় অংশগ্রহন করেন বালিয়া একাদশ (বনাম) জি’কে স্পোর্টিং ক্লাব। এই ফুটবল টুর্নামেন্ট খেলাটি সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মহোসিন খান। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুয়াপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কফিলউদ্দিন।
ফুটবল টুর্নামেন্ট খেলা এই ম্যাসটি দেখতে দূরদুরার্ন্ত থেকে আগত হাজার হাজার দর্শকের উপস্থিতি দেখার মতো। খেলায় দুইটি দলই অনেক সুন্দর খেলেছে। এখেলায় “বালিয়া একাদশকে” ১ গোল হারিয়ে। “জি’কে স্পোর্টিং ক্লাব” ২ গোলে বিজয় লাভ করে।
এসময় সুয়াপুর বাজার বনিক সমিতির সভাপতি মোঃ ইসমাইল হোসেন এর সঞ্চালয়ে আরও উপস্থিত ছিলেন সুয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজয় চন্দ্র সাহা, খেলা পরিচালনা কমিটির আহবায়ক সবুর খান লেবু, ইউপি সদস্য শাহানুর রহমান শানু সহ আরও অনেকে।