ঢাকার ধামরাইয়ে রাস্তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় এমপি বেনজির আহমেদ।

0
18

 

মোঃ সিরাজুল ইসলাম ধামরাই ( ঢাকা) প্রতিনিধি” ঢাকার ধামরাইয়ে ধামরাই সদর ইউনিয়ন পরিষদের হাজীপুর ৮ নং ওয়ার্ডের জাহিদের দোকান হতে হাজী মিজানুর রহমান এর বাড়ি প্রর্যন্ত রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ।

বৃহস্পতিবার ১২ মে বিকেলে হাজীপুর ব্রিজ সংলগ্ন ঈদগা মাঠ প্রাঙ্গনে ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে” প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরে। বাংলাদেশের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা (২০) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা। ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ। সানোরা ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু। ধামরাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মশিউর রহমান জানু। কুশুরা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান। ধামরাই পৌর কাউন্সিলর মোঃ সাহেব আলী। ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন। ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মুক্তিবুর রহমান সহ অনেকে। পরে স্থানীয় এমপি নিজ হাতে রাস্তায় মাটি দিয়ে শুভ উদ্ভোদন ঘোষনা করেন।