মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
ঢাকার ধামরাইয়ে একটি স্কুলবাসসহ দুটি বাসে ভাংচুরের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন মোঃ রাকিব হাসান,গ্ৰাম বাসাইল, মোর্শেদুল ইসলাম,গ্ৰাম গোয়ালদী, মোঃ মোস্তফা,গ্ৰাম কুশুরা এদের তিনজনের ঠিকানা ধামরাই উপজেলায়।
পুলিশ জানায়, সকাল ৯টার দিকে বিএনপি সমর্থকরা শ্রীরামপুর এলাকায় জড়ো হন। সেখানে তারা আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাস ও আরেকটি যাত্রীবাহী বাসে ভাংচুর চালায়। তবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ধামরাই থানার (ওসি) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ভাংচুরকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এ সময় ৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।