ঢাকার ধামরাইয়ে বিনামূল্য স্বাস্থ্য সেবা প্রদান।

0
16

 

মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার) ঢাকার ধামরাইয়ে আমেনা নূর ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার পৌর শহরের প্রায় বারো শত রোগীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও ঔষধ বিতরন করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার পৌর শহরের যাত্রাবাড়ি মাঠে এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা ডায়বেটিকস পরীক্ষা,রক্তচাপ,রক্তচাপ নির্নয় করা ছাড়া বিভিন্ন রোগীদের চিকিৎসা ও পরার্মশ দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন আমেনা নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল-জামান সিআইপি,ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান,যুবলীগ নেতা জাকারিয়া দিপু,আলম কবির,ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান আরও অনেকে।