ঢাকার ধামরাইয়ে একসাথে ৩০০ ছাত্রছাত্রী দেখলো মুজিব সিনেমা।

0
33

 

মোঃ সিরাজুল ইসলাম

(স্টাফ রিপোর্টার) ধামরাইঃ

ঢাকার ধামরাইয়ে একসাথে ৩০০ ছাত্রছাত্রী মুজিব সিনেমাটি দেখেছে। ধামরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ধামরাই পৌর শহরের বাজার এলাকায় অবস্থিত সীমা সিনেমা হলে এই সিনেমাটি উপভোগ করে ছাত্রছাত্রীরা।

সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে সিনেমা প্রদর্শন শুরু হয়। আব্দুস সোবহান মডেল হাই স্কুলের তিনশত শিক্ষার্থী এসময় সিনেমাটি উপভোগ করে। সিনেমাটি শুরু হবার আগে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা ২০ এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

বেনজীর আহমদ তাঁর বক্তব্যে বলেন, ‘বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে নির্মিত এই চলচ্চিত্র তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। দেশ সম্পর্কে জানতে শেখ মুজিব সম্পর্কে জানতে পারবে। দেশ কিভাবে স্বাধীন হলো কিভাবে আমরা আমাদের পতাকা পেলাম তা এই সিনেমার মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা দেশের ভবিষ্যৎ আগামীদিনে তোমরা দেশ পরিচালনা করবে তাই তোমাদের নেতৃত্ব দেওয়ার গুনাবলী সম্পর্কে জানতে হবে।

সিনেমা প্রদর্শনের পূর্বে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির বলেন, বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে ছাত্রছাত্রীদের জানাতে আমি ও এমপি মহোদয় আমাদের খরচে আগামী এক সপ্তাহ ধামরাই উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের এই সিনেমা দেখার সুযোগ করে দিবো। প্রতিদিন দুইটি করে স্কুলের শিক্ষার্থীরা এই সুযোগ পাবে। এসময় আইনশৃঙ্খলা রক্ষার্থে আমরা থানা থেকে পুলিশ সদস্য দেয়ার আহবান করবো।

সিনেমা দেখতে আসা নবম শ্রেণীর ছাত্রী সায়মা বলেন, সিনেমাটি দেখে আমাদের দেশ, ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ ও সর্বোপরি জাতির জনক শেখ মুজিব সম্পর্কে জানতে পেরেছি। ধন্যবাদ এমপি ও মেয়র মহোদয়কে।

শ্যাম বেনেগাল নির্মিত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বাংলাদেশের ৬০ শতাংশ ও ভারতের ৪০ শতাংশ ব্যয়ে নির্মিত এই বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়ে একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চলচ্চিত্রটির প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার এবং ১৯ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ট্রেইলার রিলিজ করা হয়।

এতে আরিফিন শুভ ছাড়াও আরোও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here