মোঃ সোহান আহমেদ সানাউল।
নিজস্ব প্রতিবেদক,সাভার, ঢাকা।।
বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডি আই ইউ) এর ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষ্যে নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার ২৫ জানুয়ারি দুপুরে আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকের ১৮তম বছরের সমাপনী অনুষ্ঠানে এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক রপ্তানী ও প্রস্তুুতকারক প্রতিষ্ঠান বিজিএমইএর প্রেসিডেন্ট ড. রুবানা হক।
অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খান, উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামসহ আরো অনেকে।
এ সময় বিজিএমইএর প্রেসিডেন্ট ডঃ রুবানা হক ড্যাফোডিল ইউনিভার্সিটিতে প্রয়াত মেয়র আনিসুল হকের নামে একটি নতুন ভবন উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে এ সময় তিনি বলেন, বাংলাদেশের পোশাক শিল্প থেকে গেল অর্থবছরে প্রায় ৩৪ বিলিয়ন ডলার রপ্তানী করা হয়েছে।
বিজিএমইএর প্রেসিডেন্ট ড. রুবানা হক আরও বলেন, বর্তমানে বাংলাদেশে পোশাক কারখানাগুলোতে প্রায় চল্লিশ লক্ষ শ্রমিক কাজ করছে। শ্রমিকের মজুরী এবং দক্ষতার মধ্যে কিছু ঘাটতি আছে। কিন্তু আমাদের শ্রমিককে আরও পারদর্শিক করার জন্য ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজন রয়েছে। শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য ন্যূনতম মজুরী বাড়াই। কিন্তু শ্রমিকের জীবন মান উন্নয়ন হয় না। কারণ যে মহুর্তে মজুরীটি বাড়ে সেই সাথে সাথে যানবাহনের খরচটাও বাড়ে এবং বাড়িওয়ালারাও ঘর ভাড়ার দাম বাড়ান। দ্রব্যমূল্যেরও দাম বেড়ে যায়। ফলে শ্রমিকরা ওইভাবে উপকৃত হন না।
ড. রুবানা হক আরও বলেন, আগামী অর্থ বছরে আমরা বাজেটে প্রস্তাব রাখবো যে শ্রমিকদের জন্য আবাসন গৃহায়ণ ও খাদ্যে এই তিনটি জায়গায় যেন সরকার একটু মনোযোগী হন। কারণ সরকারের একটা বড় সামাজিক খাত রয়েছে। এবছর সেটা ৭৪ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আমরা আশা করি আরও দুই’শ কোটি টাকা যদি আমাদের শ্রমিকদের জন্য বরাদ্দ রাখা হয় তাহলে শ্রমিকদের জন্য কিছুটা সাশ্রয় হবে। এখন বাংলাদেশের শ্রমিকরা বিদেশের কারখানায় কাজ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, শ্রমিকরা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এবং এশিয়ান ইউনিভার্সিটিতে। আগামী ৯ মে প্রায় দশজন শ্রমিক গ্যাজুয়েট করছেন এটি ইতিহাস সৃষ্টি করবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে গ্যাজুয়েট করায় সেটা আমাদের জন্য অহংকারের বিষয়।
প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষ্যে (ডি আই ইউ)এর চত্বরে বর্নিল সাজে সাজানো হয়েছে,নবীন বরন করা হয়েছে,সাংসকৃতিক অনুষ্ঠানের আয়োজন সহ নানান রকমের খেলাধুলার আয়োজন করা হয়েছিল।