ডাক্তার সাবরিনার অনিয়ম অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক।।

0
16

বাংলার রূপ, নিউজ ডেস্ক।।

করোনায় জালিয়াতির ঘটনায় গ্রেফতার জোবেদা খাতুন সর্বজনীন স্বাস্থ্যসেবা তথা জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর অনিয়মের বিষয়ে অনুসন্ধানে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক মোছা. সেলিনা আখতার মনিকে অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেয়া হয়েছে।
করোনা রোগীদের নমুনা সংগ্রহপূর্বক ১৫ হাজার ৪৬০টি ভুয়া রিপোর্ট প্রস্তুত ও সরবরাহ করে আট কোটি টাকা হাতিয়ে নেয়াসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগসমূহ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন কমিশন। সরকারি চাকরিতে সার্জারি বিভাগের চিকিৎসক হিসেবে , (জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কর্মরত) থেকে ক্ষমতার অপব্যবহার, তার স্বামী আরিফ চৌধুরীর সহযোগিতায় এসব প্রতারণা ও জালিয়াতির কাজ চালিয়ে যান সাবরিনা।

এর আগে, গত ১২ জুলাই তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয় সাবরিনাকে। সেখানে সঠিক জবাব দিতে না পারায় তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর ১৩ জুলাই পুলিশের আবেদনের প্রেক্ষিতে ডা. সাবরিনার ৩ দিনের রিমান্ডে মঞ্জুর করেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here