ঝিনেদাহ, কালিগঞ্জ পৌরসভার দলিল লেখক এর বাড়ি চুরি

0
26

 

আব্দুস সালাম জয়।

ঝিনাইদাহ, কালিগঞ্জ প্রতিনিধি।

 

মঙ্গলবার দিবাগত রাতে  ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের কামাল হোসেনের বাড়িতে এক চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, গতকাল রাতে ওই বাসায় কোন  লোকজন না থাকায় সুযোগ পেয়ে  চোরেরা বাড়ির দরজা ভেঙ্গে চুরি করে।
 এ সময় চোরেরা  নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র সহ প্রায় ৬ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এই চুরির ঘটনায় ভুক্তভোগী কামাল সাহেব বাংলার রূপ নিউজ টোয়েন্টিফোর কে জানান, গতকাল রাতে তাদের পরিবারের সকলেই এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে । এই সুযোগে চোরেরা আমার বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এরপরে আলমারির তালা ভেঙে ২ লক্ষ টাকা সাড়ে চার ভরি স্বর্ণ অলংকার ও আসবাবপত্র সহ প্রায় ছয় লাখ টাকার মালামাল চুরি হয়।
 তিনি এসময় আরও জানান তার পাশের ফ্ল্যাটের লোক আজ রবিবার সকালে ফ্ল্যাটের মূল দরজা ভাঙা দেখে আমাকে ফোন দেন পরে আমি বাসায় এসে দেখি আমার ফ্ল্যাটের দরজা ভেঙে আমার বাসায় বিভিন্ন মালামাল খোয়া গেছে। তিনি বলেন এই ঘটনায় আমি কালিগঞ্জ থানায় অবহিত করেছি।
এ ঘটনার ব্যাপারে কালিগঞ্জ থানার এক পুলিশ অফিসার জানান  খবর পেয়ে সকালে বাড়িটি পরিদর্শন করেছি তবে এই ঘটনাটি সন্দেহজনক মনে হচ্ছে। লিখিত অভিযোগ করলে আমরা ঘটনাটি তদন্ত করে চুরির  মূল রহস্য বের করতে পারব বলে আশা করি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here