ঝিনাইদহ প্রতিনিধি।
ঝিনাইদহ সদরে উপকণ্ঠে এলাকায় তাজ পেট্রোল পাম্পের সামনে,ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।নিহতরা হলেন উপজেলার চুরুলিয়া গ্রামের হাসানুজ্জামান (২৫)পিতা আতিয়ার রহমান।এবং একই গ্রামের রাশেদুল ইসলাম (২৩) পিতা রওশন আলী।
এই ঘটনায় ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (ওসি) মইনুদ্দিন মইন” বাংলার রূপ নিউজ টোয়েন্টিফোর “কে জানান, শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।এসময় তিনি এলাকাবাসীর বরাত দিয়ে আরো জানান, হাসানুজ্জামান ও ভাতিজা রাসেদুল মোটরসাইকেলে করে হাট গোপালপুর থেকে ঝিনাইদাহ শহরের দিকে আসছিলেন।এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক এসে তাদের মুখোমুখি ধাক্কা দিলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এসময় হাসানুজ্জামান ট্রাকের নিচে পড়ায় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান।এবং রাশেদুল কে আশপাশের লোকজন উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মহিউদ্দিন মঈন আরও জানান, আমারা ট্রাকটি আটক করতে পেরেছি।তবে ড্রাইভার পালিয়ে গেছে, এই ঘটনায় থানায় এখনও কোনো মামলা হয়নি।