ঝিনাইদহে ১৪ বছরে পর্দাপণ উপলক্ষ্যে দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে দৈনিক সময়ের কাগজ পত্রিকার আঞ্চলিক অফিস মুজিব চত্বর মল্লিক ভবনের দ্বিতীয় তলায় কেক কাটার আয়োজন করা হয়।
কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, দৈনিক কালের কন্ঠ পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি সাইফুল মাবুদ, বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড এর ঝিনাইদহ জেলা প্রতিনিধি পিন্টু লাল দত্ত, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি রাজিব হাসান, সময় টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি লোটাস রহমান সোহাগ, আমাদের অর্থনীতি পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি সুলতান আল একরাম, ৭১ বাংলা টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি মনিরুজ্জামান সুমন ও সিও মানব কল্যান সংস্থার নির্বাহী পরিচালক শামছুল আলম অন্যান্যরা।
অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ) এইচ এম ইমরান।
ঝিনাইদহে দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।।
আব্দুস সালাম (জয়)
ঝিনাইদহ কালীগঞ্জ :