আব্দুস সালাম (জয়)
ঝিনাইদহ, কালীগঞ্জঃ
ঝিনাইদহে (বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন)এই স্লোগানে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে আনুমানিক ১০ঘটিকার সময় ইকো পার্কে জেলা সমবায় অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সদর উপজেলঅ নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, জেলা সমবায় অফিসার আহসান হাবিব। অনুষ্ঠানে জেলার ৬ উপজেলার সমবায়ী, সফল উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।