ঝিনাইদহে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

0
69

 

আব্দুস সালাম(জয়),ঝিনাইদাহ,কালিগঞ্জ।।

 

ঝিনাইদহ,কালীগঞ্জে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে অপহৃত মাদ্রাসার হাফেজ পড়ুয়া ছাত্র আলআমিন (১৩) কে জবাই করে নৃশংশ ভাবে হত্যা করেছে দুবৃত্তরা।
বুধবার দুপুর ২ টার দিকে শহরের আড়পাড়ার গ্রামের বাবু কাজীর বাড়ির পেছনে গোরস্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। কে বা কারা তাকে হত্যা করে ফেলে রেখে গেছে।
গত শনিবার রাতে বাড়ীর পাশে আলহাজ আমজাদ আলী মাদ্রাসায় ওয়াজ শুনতে গিয়ে সে অপহৃত হয়েছিল। কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র নিহত আলঅমিন ওই গ্রামের সাওতাল হেরা ক্যাডেট হাফেজুল কোরআন মাদ্রাসার হেফজ শ্রেনীর ছাত্র।
স্থানীয় এলাকাবাসীরা জানায়, বুধবার শহরের আড়পাড়া গ্রামে সাবেক সাংসদ আব্দুল মান্নানের নতুন বিল্ডিংয়ের কাজ করছিল রাজমিস্ত্রিরা। বেলা ১২ টার দিকে তারা ওইখানে এক গোরস্থানের পাশে এক শিশুর জবাইকৃত লাশ দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীরা এসে জবাইকৃত শিশুটি অপহৃত আলঅমিনের মৃতদেহ বলে সনাক্ত করে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ মাহফুজুর রহমান বাংলার রূপ নিউজ ২৪.কম কে জানান, কে বা কারা ওই মাদ্রাসা ছাত্রকে হত্যা শেষে ফেলে রেখে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে।
নিহত আল আমিনের স্বজনরা জানায়, গত শনিবার রাত ৮ টার দিকে বাড়ির পাশে মাদ্রাসায় ওয়াজ শুনতে গিয়ে আলআমিন আর বাড়ি ফিরে আসেনী। কে বা কারা তাকে অপহরন করেছিল। ৪ দিন পর ওই গ্রামের এক গোরস্থানের পাশে তার লাশ উদ্ধার হয়। লাশ উদ্ধারের পর তার পরিবারে কান্নাকাটির ও শোকের মাতম পড়ে যায়।
উল্লেখ্য আলঅমিন অপহরনের রাতেই পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানাতে একটি সাধারন ডায়েরি করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here