ঝালকাঠিতে আন্তর্জাতিক কন‍্যাশিশু দিবস পালিত।

0
8

আতাউর রহমান 

ঝালকাঠি জেলা প্রতিনিধি :

ঝালকাঠিতে নানা আয়োজনের মধ‍্য দিয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়েছে।

সোমবার (১১,অক্টোবর) সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কন্যা
শিশুদের নাচ, গান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ
অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান, প্লান
ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র হেড অফ প্রোগ্রাম নীলিমা ইয়াসমিন, রিসোর্স
ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক মো. এনামুল হক ও প্লান ইন্টারন্যাশনাল
বাংলাদেশ’র প্রজেক্ট ম্যানেজার মো. আবু সালেহ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর
উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের কিশোরী ইসরাত জাহান এশা।
অনুষ্ঠানে জেলার চার উপজেলা থেকে গার্লস টেকওভার কর্মসূচির কন্যা শিশুরা অংশ নেয়। কন্যা শিশুরা যাতে নিজেদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য তুলে ধরতে
পারে সেলক্ষ্য নিয়েই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন
আয়োজনকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here