জুয়েলারি ব্যবসার সাথে ইয়াবা ব্যবসার দায়ে গ্রেপ্তার ২।

0
185

 

আল-আমিন,চট্রগ্রাম প্রতিনিধি।

 

গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে ইয়াবা ব্যবসায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 গ্রেপ্তারকৃতরা হলেন ডালিম নাথ (৩০),এবং মোঃ এজাজ আহমেদ (৩০)।
আটককৃত ডালিম নাথ নগরীর পাহাড়তলী থানার
হালিশহর মাস্টার পাড়া এলাকার অজিত নাতের  এর ছেলে। ও মোঃ এজাজ আহমেদ নগরীর  কোতয়ালী থানার কাটা পাহাড় লেন এলাকার  আবুল কাশেমের ছেলে।
 পুলিশের অভিযোগ,ডালিম নাথ হাজারী গলির আর কে মার্কেটে একটি দোকান ভাড়া নিয়ে জুয়েলারি ব্যবসার পাশাপাশি গোপনে মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রি করতেন।
চট্টগ্রাম কোতয়ালী থানার পরিদর্শক ( ওসি )মোহাম্মদ মহসিন জানান,নগরীর ঘাট ফরহাদবেগ এর কাঁটা পাহাড়ি লেনের বাসিন্দা, মোহাম্মদ এজাজ আহমেদ ডালিমের কাছে ইয়াবা সরবরাহ করতেন।

 

 

এই ঘটনায় নগরীর কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি)মোহাম্মদ মহাসিন বাংলার রূপ  নিউজ টোয়েন্টিফোর কে জানান, আটককৃত ডালিম নাথ হাজারী গলিতে কারিগর হিসেবে একটি জুয়েলারি ব্যবসা  চালাত। সাথে গোপনে ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিল বলে আমাদের কাছে অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে,নগরীর নিউমার্কেট মোর এলাকা থেকে ৬  পিছ ইয়াবা ট্যাবলেটসহ আমাদের পুলিশের একটি টিম ডালিম নাথ কে গ্রেফতার করে।

 

পুলিশের এই  কর্মকর্তা আরো জানান,ডালিম নাথকে গ্রেফতারের পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হাজারী গলির আর কে মার্কেটের তার দোকান থেকে আরো ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

এরপর তার তথ্যের ভিত্তিতে ঘাটফরহাদবেগ এলাকায় অভিযান চালিয়ে এজাজ আহমেদ কে গ্রেফতার করেছে পুলিশ।

 

এ সময় ওসি জানান এদের বিরুদ্ধে আগে থেকেই থানায় মাদক মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here