আব্দুস সালাম (জয়),
কালীগঞ্জ (ঝিনাইদহ)প্রতিনিধি:
ঝিনাইদহ কালীগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড)-২০২১ এর শুভ সূচনা করেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা, জনাব মোঃ আনোয়ারুল আজীম (আনার) এমপি মহাদয়।
শনিবার সকাল ৮টার সময় কালীগঞ্জ বাস টার্মিনাল চত্বরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড)-২০২১ এর শুভ সূচনা অনুষ্ঠান শুরু হয়। এখানে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত প্রতিটি শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল (১ লক্ষ আই ইউ) খাওয়ানো হয়, এবং ১১ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত প্রতিটি শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল (২ লক্ষ আই ইউ) খাওয়ানো হয়।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা, জনাব মোঃ আনোয়ারুল আজীম (আনার) এমপি মহাদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ জামির হোসেন সহ কালীগঞ্জ পৌর ওয়ার্ডের সকল কাউন্সিলরবৃন্দ এছাড়াও কালীগঞ্জ পৌরস্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুভ সূচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আশরাফুল আলম (আশরাফ)।