জাতীয় নির্বাচ‌নে দলের ম‌নোনয়ন পাইতে দোয়া ও মোনাজা‌ত।

0
3

নিলয় সরকার
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর উদ্যোগে বিশাল মটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে (২৭ সেপ্টেম্বর ) বুধবার শোভাযাত্রা অনু‌ষ্ঠিত হয়।শোভাযাত্রায় মোটরসাইকেল এর পাশাপাশি ও দুই শতাধিক মাইক্রোবাসও ছিল।

বুধবার দুপুর থে‌কেই শত শত মোটরসাই‌কেল নিয়ে উপ‌জেলা প‌রিষ‌দের ঈদগাহ মা‌ঠে জ‌ড়ো হ‌তে থা‌কেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রেনুর ক‌র্মী ও সমর্থকরা।

পরে ঈদগাহ মা‌ঠে শুভেচ্ছা বক্তব‌্য দেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মো. র‌ফিকুল ইসলাম রেনু। এসময় আগামী সংসদ নির্বাচ‌নে দলের ম‌নোনয়ন পাওয়ার জন্য দোয়া ও মোনাজা‌ত করা হয়।

‌দোয়া ও মোনাজাতের পূর্বে বি‌কেল ৩টার দি‌কে উপজেলা ঈদগা মাঠ থেকে বিশাল এই শোভাযাত্রাটি বের হয়ে ২০ কিলোমিটার পথ আতিক্রম করে মির্জাপুর, মঠখোলা হয়ে হোসেন্দি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।সেখানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রেনুর বক্তব্যের মধ্য দিয়ে শোভাযাত্রা শেষ হয়।

এই শোভাযাত্রায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং এলাকার সাধারণ মানুষরা এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here