জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পৌরসভার মুন্দাইল এলাকায় অদ্ভুত এক গরুর বাছুরের জন্ম হয়েছে।বাছুরটি দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে।কারণ,বাছুরটির একটি চোখ ও কোন নাক নেই। ‘এক চোখ’ ও নাক ছাড়া জন্মানো এই বাছুরটি দেখতে বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ ছুটে আসছেন।
সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ক্ষেতলাল পৌর এলাকার মুন্দাইল দক্ষিণ পাড়ার বাসিন্দা আজগর আলী আকন্দের পালিত গাভী থেকে ওই বাছুরটির জন্ম হয়
এ ব্যাপারে আজগর আলী জানান,গরু-বাছুর পালন করেই আমার দিন যায়। আমার একটা গাভী অদ্ভুত বাছুর জন্ম দিয়েছে। তার কোনো নাক নেই, একটা চোখ আছে কপালে।বাঁচবে না মরে যাবে বলতে পারছি না। বহু লোক দেখার জন্য আসছে।
এক প্রত্যক্ষদর্শী জানান মুন্দাইল এলাকার আজগর আলীর একটা গরুর অদ্ভুত এক বাছুরের জন্ম হইছে।যেটা দেখলে ভয় লাগে,বাছুরটার কোন নাক নাই একটা চোখ কপালে এমনকি জিহ্বাটাও বড় মুখ দিয়ে শ্বাস করে।
স্থানীয় কাউন্সিলর হাবিবুল রহমান চৌধুরী বলেন, ‘আমার ওয়ার্ডে আজগর আকন্দের বাড়িতে একটি বাছুরের জন্ম হয়েছে। বাছুরটির নাক নেই এবং চোখ একটি। বাছুরই একরকম ‘অলৌকিক’, তাই তা দেখার জন্য এলাকাবাসীর ঢল পড়ে গেছে। বাছুরটি বেঁচে থাকলে চিড়িয়াখানায় রাখা যেতে পারে।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাগরিকা কাজী বাংলার রূপ কে বলেন, ‘উপজেলার মুন্দাইলের দক্ষিণ পাড়া গ্রামের আজগর আলী আকন্দের বাড়িতে একটি বিকলাঙ্গ বাছুরের জন্ম হয়েছে। জেনেটিক ডিজঅর্ডারের কারণে বাছুরটি এ রকম বিকলাঙ্গ হয়েছে। এটার তেমন চিকিৎসা নেই। এসব বাছুর খুব স্বল্প মেয়াদে বাঁচে। বলা যায় কয়েক ঘণ্টা বা কয়েকদিন পর্যন্ত বাঁচতে পারে।’