হাফিজুর রহমান,
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড এর অন্তর্ভুক্ত হাটকালুগঞ্জের পিলার সলিং রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ৩ টার সময় হাটকালুগঞ্জের রাস্তার কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর পৌরসভার মেয়র জনাব ওবায়দুর রহমান চৌধুরী( জিপু)।
এ সময় মেয়র বলেন জনসম্মুখে আপনাদের কাজ আপনারা ঠিক মত বুঝে নেবেন। এ ছাড়া কোন রকম কাজের গড়মিল পেলে আমাকে জানাবেন। আমি প্রমাণ সাপেক্ষে সমাধান করবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, ৩ নং ওয়ার্ড কাউন্সিলার জাহাঙ্গীর আলম, ১,২,৩, নং সংরক্ষিত ওয়ার্ড মহিলা কাউন্সিলার মোছা :রুবিনা খাতুন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুছাইন জ্যাকি, সাবেক সেচ্ছাসেবী লীগের নেতা মাসুম, ছাত্র নেতা ফিরোজ সহ স্থানীয় এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ।
রাস্তার কাজ শুরু করাতে স্থানীয় এলাবাসী পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।